অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদার অসংগতির প্রতিবাদে আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা।
এদিকে, শিক্ষকদের এ টানা কর্মবিরতিতে গত চার দিন ধরে বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। ফলে বিপাকে পরেছেন শিক্ষার্থীরা। সেশনজটের আশঙ্কায় অনিশ্চিত শিক্ষা জীবন কাটাচ্ছেন তারা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে অনেক শিক্ষার্থীই সামাজিক যোগাযোগ মাধ্যেমে শিক্ষকদের বিভিন্ন অসংগতি তুলে ধরছেন।
অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. খবির উদ্দিন বলেন, বেতন কাঠামো ঠিক করে নতুন করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা