নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩৫ লাখ টাকায় ক্রয়কৃত ৫২ আসনের একটি বাস মঙ্গলবার উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সহ-সভাপতি মুহাম্মদ মুশফিকুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি তারেক মো: রাশেদ উদ্দিন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পরিবহন শাখার উপদেষ্টা ড. মো. বেলাল হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, বাসটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে সংযুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা বহুলাংশে দূর হবে।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব