চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন- চবির ইংরেজি বিভাগের ছাত্র ইমরান ও ইতিহাস বিভাগের ছাত্র রাকিব। দুইজনই সদ্য স্থগিত হওয়া ছাত্রলীগের চবি কমিটির সভাপতি আলমগীর টিপুর অনুসারী বলে জানা যায়।
ক্যাম্পাসে ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর পুলিশ গতকাল দুপুরে ক্যাম্পাসে এ অভিযান চালায়।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন বলেন, গত কয়েকদিনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়। এ কারণে পুলিশ ক্যাম্পাসে অভিযান চালাই। প্রথম দিনে দুইজনকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা