কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। এতে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাসে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করেন।
সূত্র জানায়, কুবি শিক্ষার্থী বাসে হামলার বিচার দাবিতে সোমবার বেলা ১১টার দিকে মহাসড়কের কুমিল্লা নন্দনপুর বিশ্বরোডে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ২০কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এর আগে সকালে একই ঘটনায় ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আলী আশরাফ ভূইয়া, কোতয়ালী থানার ওসি আবদুর রউফ ও সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল গিয়ে ছাত্রদের সঙ্গে আলোচনা করেন। ছাত্ররা ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। পরে প্রশাসনের দাবি পূরণের আশ্বাসে ছাত্ররা অবরোধ তুলে নেয়।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ঝাউতলায় কুবির বাসে হামলা করে দুর্বৃত্তরা। এতে ২৫ জন শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা