চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটি পিকনিক বাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সকাল নয়টার দিকে বাকলিয়া থানা এলাকার ফুলকলির সামনে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন মনি নামে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থী। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও নগর ছাত্রলীগের সদস্য মুস্তফা কামাল জানান, বিভাগীয় পিকনিকে বান্দরবানের উদ্দেশ্যে সকাল সাড়ে আটটায় পিকনিক বাসটি চট্টগ্রাম কলেজ থেকে যাত্রা শুরু করে। নয়টার দিকে বাকলিয়া থানার কাছাকাছি পৌঁছালে বাসের পাশে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাসের জানালার কাঁচ ভেঙে যায়। জানালার পাশে থাকা এক শিক্ষার্থী আহত হয়।
এ ঘটনায় শিবিরকে অভিযুক্ত করে তিনি বলেন, পিকনিকে না যাওয়ার জন্য শিবিরের কর্মীরা আমাদের বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের হুমকি দিয়েছিল। হুমকির পর চকবাজার থানায় আমরা একটি সাধারণ ডায়েরিও করেছি। শিবিরের কর্মীরাই এ ঘটনার সঙ্গে যুক্ত।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর বলেন, চট্টগ্রাম কলেজের একটি পিকনিক বাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি দেখভাল করেছি।
এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিবিরকে দায়ী করেছেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ