চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)’তে এবার ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন সাংবাদিকসহ দুই শিক্ষার্থী। তারা হলেন আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বদেশের চবি প্রতিনিধি এবং লোকপ্রশাসন বিভাগের মিজানুর রহমান এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাদ্দাম হোসাইন।
রবিবার দুপুরে চবি’র শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে চবি প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘দুই শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন এমন একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঘটনার শিকার শিক্ষার্থীদ্বয় জানায়, রবিবার অগ্রণী ব্যাংকের চবি শাখায় লাইন ধরে টাকা জমা দিচ্ছিল শিক্ষার্থীরা। রবিন নামে এক ছাত্রলীগ কর্মী লাইন না ধরে টাকা জমা দেয়ার চেষ্টা করে। এসময় সাদ্দাম লাইন ধরে টাকা জমা দেয়ার অনুরোধ করলে এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করে রবিন ও সুরজ। পরে তাকে রক্ষা করতে এসে হামলার শিকার হন সাদ্দামের বন্ধু ও সাংবাদিক মিজানুর রহমান। রবিন ও সুরজ ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক পক্ষ সিক্সটি নাইন’র কর্মী বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন