বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ সোমবার বেলা ১১টায় পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকায় তারা এই কর্মসূচি পালন করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
মিছিলে শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসিফুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি বাকির জুয়েল, সালাহউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, মিরাজুর রহমান এবং প্রচার সম্পাদক জুয়েল মৃধাসহ আরও অনেকে।
গতকাল এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ