জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রদল কর্মীকে পিটিয়েছে শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুত্বর আহত হয়েছেন গোলাম সারওয়ার তুহিন (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, ৪১ তম ব্যাচ)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তুহিন মঙ্গলবার দুপুরে বটতলায় খাবার খেতে গেলে বিশ্ববিদ্যালয়ের ৪১ তম ব্যাচের ছাত্র কামরুল হাসান, নাজিউল হাসান পিয়াল এবং ৪২ তম ব্যাচের আশিকুর রহমান, রাশেদ খান মেনন, শামীম আহমেদ ও শরীফ হোসেন লস্করসহ ৭-৮জন ছাত্রলীগকর্মী বাঁশ ও লাঠি দিয়ে তাকে ব্যাপক মারধর করে। পরে গুরুত্বর আহতাবস্থায় তুহিনকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
এদিকে মারধরকারী ছাত্রলীগকর্মীরা শহীদ রফিক জব্বার হল শাখা ছাত্রলীগের সভাপতি নওশাদ আলম অনিকের অনুসারী বলে জানা গেছে। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা নওশাদ আলম অনিক মারধরের কথা স্বীকার করে বলেন, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও ছাত্রলীগ নিয়ে বাজে মন্তব্য করায় আমার নির্দেশেই ছেলেরা তাকে পিটিয়েছে। ছাত্রদলের রাজনীতি করে ক্যাম্পাসে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে কাউকেই ছেড়ে দেওয়া হবে না।
এদিকে এ ব্যাপারে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও গোলাম সরোয়ার তুুহিনকে পাওয়া যায়নি। তবে জাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, অতি দ্রুত এ ঘটনার বিচার করা না হলে যে কোন অপ্রীতিকর ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে।
বিডি-প্রতিদিন/১ মার্চ ২০১৬/ এস আহমেদ