মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৭৫ বছর পূর্তিতে আজ শুক্রবার কলেজের নতুন ও সাবেক ছাত্রদের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল সকালে কলেজ ক্যাম্পাসে ৭৫টি পতাকা উত্তোলন, প্রয়াত শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য দোয়া, র্যালি,স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল সাড়ে ১০টায় বের হওয়া র্যালিতে বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা উচ্ছাসে মেতে ওঠে। এসময় বাঁশি ও বাদ্যের তালে মুখরিত হয়ে উঠে গোটা শহর। পরে কলেজ ক্যাম্পাসে বসে আড্ডা ও স্মৃতিচারণের আসর।
জেলার প্রধান বিদ্যাপিঠ হিসেবে খ্যাত এই কলেজের সাবেক ছাত্রছাত্রী আয়োজিত এসব অনুষ্ঠানে নতুন পুরাতন মিলিয়ে ৬ সহস্রাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।
বিডি-প্রতিদিন/৪ মার্চ ২০১৬/শরীফ