খ্যাতিমান তিন ব্যক্তির নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিনটি ভবনের নামকরণ করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিসি প্রফেসর ড. এস এম ইমামুল হকের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় লাইব্রেরী সাবেক মন্ত্রী শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নামে, দুটি একাডেমিক ভবন যথাক্রমে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর এবং বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের নামে নামকরণ করার সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের ৩৪তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫ বছর পর দক্ষিণাঞ্চলের খ্যাতনামা ব্যক্তিদের নামে বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবনের নামকরণ করার উদ্যোগকে নগরবাসী স্বাগত জানিয়েছে বলে জানিয়েছেন বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান রিন্টু।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৬/ এস আহমেদ