শিবিরের দুর্গ হিসেবে খ্যাত চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে এবারই প্রথম আনুষ্টানিকভাবে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মদিন পালন করল ছাত্রলীগ।
গত বৃহস্পতিবারে চট্টগ্রাম কলেজের লিচু তলায় দুই কলেজ ছাত্রলীগ কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় উপ-অর্থ সম্পাদক ও এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস হেলাল আকবর চৌধুরী বাবর।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো: নূরের নবী ভূঁইয়া রাজু, সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, নগর যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিমের সভাপতিত্বে এবং মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাইমুন উদ্দিন মামুন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক পাভেল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য আলী রেজা পিন্টু, নগর ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ ১৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন