‘একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগ না করলে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিএনপির সঙ্গে কোন আলোচনার সুযোগ নেই। জনগণের আস্থা হারিয়ে নির্বাচনে বিমুখতা এসেছে বিএনপিতে। বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন-পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ।
নবীনদের উদ্দেশ্য ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, এক সময় এ রাজশাহীতে অপশক্তির প্রভাব ছিল। মনে করবেন না জামায়ত-বিএনপি এখন ঘুমিয়ে গেছে। তারা আবারো সক্রিয় হওয়ার চেষ্টা করবে। ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করবে। আপনাদেরকেই স্বাধীনতাবিরোধী এ অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, ‘বিএনপি-জামায়াতের সঙ্গে আমরা যুদ্ধ ঘোষণা করতে চাই। সেই যুদ্ধ হবে মেধার যুদ্ধ। তবে আমাদের ওপর যদি আঘাত আসে তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। আমি রাবি ছাত্রলীগের নেতাকর্মীকে নির্দেশ দিয়ে যাচ্ছি আপনারা শিবির-ছাত্রদলের আঘাতের পাল্টা জবাব দিবেন।’
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ছাত্রলীগের সভাপতি সোহাগ ভারপ্রাপ্ত রাবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করে এ কমিটি বিলুপ্ত করেন। এরপর বিকেল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
রাবি শাখা ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম ঠান্ডু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, রাবি শাখা ছাত্রলীগের প্রধান দুইটি পদ প্রত্যাশী প্রায় ৭৪ জন ছাত্রলীগ নেতা তাদের জীবন বৃত্তান্ত কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে জমা দিয়েছেন। তবে স্বচ্ছ ইমেজের প্রার্থীর সংকট দেখা দেওয়ায় নেতৃত্বে কারা আসছে এ নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে রাবি ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ