ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের নতুন সভাপতি হিসেবে প্রফেসর ড. আতিকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারি তাকে সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বিভাগের সভাপতির কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ড. আতিক।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, শনিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারি আগামী তিন বছরের জন্য প্রফেসর ড. আতিকুর রহমানকে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেন। প্রফেসর ড. তানজিমা পারভীনের মেয়াদ শেষ হওয়ায় তিনি নতুন সভাপতি হিসেবে নিয়োগ পান।
রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে বিভাগীয় সভাপতির কক্ষে ড. আতিক আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। এসময় বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করেন নেন।
উল্লেখ্য, প্রফেসর ড. আতিকুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ থেকে ১৯৯২ সালে অনার্স ও ১৯৯৩ সালে মাস্টার্স (থিসিস) এ প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান অর্জন করেন। তিনি ২০০৯ সালে দক্ষিণ কোরিয়ার দিয়াগু বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ও ২০১৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রি লাভ করেন। পরে ২০১৬ সালে তুরস্কের ছানিছিড়ি কারাকিটিন বিশ্ববিদালয় থেকে আরও একটি পোস্ট ডক্টরেট ডিগ্রি লাভ করেন। দেশে বিদেশের বিভিন্ন জার্নালে এখন পর্যন্ত তার ৭০ এর ও অধিক গবেষণা পত্র প্রকাশিত হয়েছে।
বিডি প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৬/হিমেল