শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফুলে ফুলে সিক্ত হল ইসলামী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধ। বুধবার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ সকাল ৯ টায় প্রশাসন ভবন চত্বরে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান কালো পতাকা উত্তোলন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এস আব্দুল লতিফ। একই সময়ে হল প্রভোস্টরা নিজ নিজ হলে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এক শোক র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধে গিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি ও সাধারণ কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম ও জিয়া পরিষদসহ সকল ফোরাম ও পরিষদ, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, বঙ্গবন্ধু পরিষদ কর্মকর্তা ইউনিটসহ বিভিন্ন ইউনিট, আবসিক হলসমূহ, অনুষদ ও বিভাগসমূহ, ইবি ল্যাবলেটারি স্কুল, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠন, ইবি প্রেসক্লাব ও সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় বিভিন্ন সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা। নিরবতা পালন শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফোকলোর স্টাডিস বিভাগের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও আইন বিভাগের সহকারি অধ্যাপক আরমিন খাতুনের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস,এম আব্দুল লতিফ। স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান।
বিডি-প্রতিদিন/ ১৪ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ