জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের (৩৯তম ব্যাচ) শিক্ষার্থীদের র্যাগ উৎসব (শিক্ষা সমাপনী উৎসব) এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। র্যাগ রাজা-রানী পদ প্রার্থীরা ভোট সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন। ৪ প্রার্থীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পোস্টারে ছেয়ে গেছে গোটা ক্যাম্পাস। এ উৎসব উপলক্ষে এক সময়ের ফাঁকা জাকসু ভবন এখন সরগরম।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুযায়ী র্যাগ উৎসব উপলক্ষে ব্যাচের মধ্য থেকেই নির্বাচিত হয় রাজা ও রানী। আর এই নির্বাচনকে কেন্দ্র করেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে র্যাগ-৩৯। প্রতিবারই ব্যতিক্রমী এই উৎসবটি উদযাপনের প্রস্তুতি শুরু হলেই সবার নজর থাকে এদিকে। বিশ্ববিদ্যালয়ের উৎসুক শিক্ষক-শিক্ষার্থীদের দৃষ্টিও তাই এখন এদিকে। অন্যদিকে ক্যাম্পাসের চা দোকানগুলোতেও জমে উঠেছে আড্ডা। সবার মুখে মুখে এখন রাজা-রানী নির্বাচন প্রসঙ্গ। পৃথক পদে ৪ প্রতিদ্বন্দ্বীই এখন ভোট সংগ্রহে ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন আড্ডার স্থলে, বন্ধুদের দ্বারে দ্বারে।
সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরগরম। ৩৯ ব্যাচের শিক্ষার্থীদের টাইমলাইনে শুধুই র্যাগ প্রসঙ্গ। কেউ কেউ পছন্দের প্রার্থীর প্রচারে নিজের টাইমলাইনে পোস্টার শেয়ার করছেন। আবার কেউ কেউ পোস্টারকেই নিজের প্রোফাইল ছবি হিসেবে বেঁছে নিয়ে বন্ধুর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া অনেকেই পছন্দের প্রার্থীর পোস্টার স্টিকার হিসেবে বুকে/পিঠে লাগিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীদের কেউ কেউ আবার দৃষ্টি কাড়তে রিক্সা র্যালির আয়োজন করে নিজের প্রচারণা চালাচ্ছেন। আবার কেউ কেউ জাকসু ভবনে রাতে খিচুরি পার্টির আয়োজন করে জমজমাট পরিবেশ তৈরী করছেন। এছাড়া ফেসবুকে মেসেজ এবং মুঠোফোনে ক্ষুদে বার্তায়ও বন্ধুদের কাছে নিজেদের ভোট চাইছেন প্রার্থীরা।
এবার রাজা পদে নির্বাচন করছেন নাহিদ-ই-রাকীব জয় (মীর মশারফ হোসেন হল, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, বগুড়া) এবং তার প্রতিদ্বন্দ্বীতা করছেন যোবায়ের রহমান (শহীদ সালাম বরকত হল, নৃবিজ্ঞান, ফরিদপুর)। এছাড়া রানী পদে নির্বাচন করছেন জয়া চাকমা (বেগম খালেদা জিয়া হল, ইতিহাস বিভাগ, রাঙামাটি) এবং তার প্রতিদ্বন্দ্বীতা করছেন লাইলা ফেরদৌস অন্তি (নওয়াব ফয়জুন্নেসা হল, অর্থনীতি বিভাগ, পাবনা)।
তবে প্রার্থীদের প্রত্যেকেই জয়ী হওয়ার আশা প্রকাশ করেছেন। নির্বাচনে অংশ নেওয়া রাজা-রানী পদ প্রার্থীরা জানান, এটি তাদের কাছে এক নতুন অভিজ্ঞতা। নির্বাচনে এসে তারা নতুন বন্ধুদের সাথে পরিচিত হচ্ছেন। সেই সাথে নির্বাচনে জয়ী হলে প্রত্যেকেই ভালো একটি অনুষ্ঠান উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আগামী ৭ ও ৮ জানুয়ারি র্যাগ উৎসবের আয়োজন করা হয়েছে। এব্যাপারে র্যাগ উৎসব উদযাপন কমিটির কোষাধ্যক্ষ ওয়ালিউল্লাহ ওলি জানান, আগামী ৭ ও ৮ জানুয়ারী ৩৯তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের আয়োজন করা হয়েছে।
৭ জানুয়ারি সকালে র্যালি এবং সন্ধ্যায় ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট অনুষ্ঠিত হবে। পরদিন ৮ জানুয়ারি দিনভর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আড্ডার আয়োজন করা হয়েছে। সেই সাথে রাতে থাকবে উৎসবের মূল কনসার্ট। আর ৯ জানুয়ারি গ্রান্ড ডিনারের আয়োজন করা হয়েছে। ওলি বলেন, আমরা একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিতে সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মঙ্গলবার বিকেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রানী পদ প্রার্থী জয়া চাকমা ক্যাম্পাসে রিক্সা র্যালির আয়োজন করেন। র্যালি শেষে বন্ধুদের উল্লাসের একটি মুহূর্ত দেখুন-
উৎসবটিতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে, দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৬/হিমেল