বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ ও বিএসএস পরীক্ষা- ২০১৫ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সিমেস্টার পরীক্ষার বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এবার পাশের হার ৬৮ দশমিক ৪৯। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিখদার।
চূড়ান্ত পরীক্ষায় ৩৭ হাজার ২৭ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৩৫৯ জন। এদের মধ্যে ১৩ হাজার ৮৯৭ জন ছাত্র এবং ১১ হাজার ৪৬২ জন ছাত্রী।
চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সিজিপিএ ও বিস্তারিত ফলাফল এই ঠিকানায় পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৬/ফারজানা