বাঙালি জাতির সবচেয়ে আনন্দের ও পরাধীনতার শৃঙ্খলা থেকে মুক্তির দিন ১৬ ডিসেম্বর। ৪৫তম মহান এই বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বিভিন্ন কর্মসূচি পালন করছে। আজ শুক্রবার সকাল ৯টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান।
সকাল ৯টা ১০ মিনিটে প্রশাসন ভবন হতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্বারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’য় গিয়ে শেষ হয়। এরপর ইবি প্রশাসনের পক্ষে ‘মুক্তবাংলা’য় পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ। পরে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন ইবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, জিয়া পরিষদ, ইবি শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফন্ট্র, বিভিন্ন আবাসিক হল, বিভিন্ন বিভাগ, ইবি প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল, ইবি ফটোগ্রাফি সোসাইটি, ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, রোভার স্কাউট, বিএনসিসি এবং বিভিন্ন সেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. শোয়াইব আহম্মেদ।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে মহান মুক্তিযুদ্ধের স্মারক ‘মুক্তিযুদ্ধ কর্ণার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, লাইব্রেরীয়ান মো. আতাউর রহমান প্রমুখ।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোকে আলোক সজ্জিত করা হয় এবং শিক্ষর্থীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।
বিডি প্রতিদিন/ ১৬ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম