যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪৫তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। পতাকা উত্তোলন, বিজয় র্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সকাল ৯টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। তবে মহান বিজয় দিবস উপলক্ষে কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি ইবি ছাত্রদলকে।
কর্মসূচি পালন না করায় ক্ষোভ প্রকাশ করেছে দলীয় নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের বলেন, স্বাধীনতার স্ব-পক্ষের শক্তি হিসেবে ছাত্রদল বিজয় দিবসে কোন কর্মসূচি পালন না করায় মর্মাহত হয়েছি।
ইবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ বলেন, বিজয় দিবস উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলাম। কর্মসূচি পালনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা সহযোগিতাও চেয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরের আশ্বাস না পাওয়ায় আমরা কোনো কর্মসূচি পালন করতে পারিনি।এটা প্রশাসনের স্বৈরচারি মনভাবের বহিঃ প্রকাশ।
উল্লেখ্য, গত বুধরার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও কোন কর্মসূচি পালন করেনি ছাত্রদল।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা