মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধ কর্ণার’ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি এর উদ্বোধন করেন।
গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) আতাউর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আ.ন.ম রেজাউল করিম, অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী এবং ইবি শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
প্রধান অতিথি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি বলেন, মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে এই ‘মুক্তিযুদ্ধ কর্ণার’ উৎসর্গ করা হলো। দায়িত্ব গ্রহণের পর আমি প্রথমে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারকে গুরুত্ব দিয়েছি। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে যে আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করছি তাতে মনে হচ্ছে মুক্তিযুদ্ধ কর্ণার আরও সমৃদ্ধ হবে।
গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান জানান, গ্রন্থগারে পূর্বে মুক্তিযুদ্ধের উপর ৪০৭টি বই ছিল, সেগুলো মুক্তিযুদ্ধ কর্ণারে নেয়া হয়েছে। এর সঙ্গে মুক্তিযুদ্ধভিত্বিক আরও ১৫টি বই যুক্ত করা হয়েছে।
‘মুক্তিযুদ্ধ কর্ণার’ উদ্বোধনের পর তা শিক্ষক-শিক্ষার্থীদের মিলন-মেলায় পরিণত হয়েছে। অর্থনীতি বিভাগের কানিজ ফাতেমা যুথি বলেন, মুক্তিযুদ্ধ কর্নার থেকে আমরা মুক্তিযোদ্ধাকালীন বিভিন্ন অজানা বিষয় নতুন করে জানতে পারব। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির কাছে তুলে ধরতে পারব।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা