জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৯তম ব্যাচের (২০০৯-২০১০ শিক্ষাবর্ষের) র্যাগ রাজা হিসেবে যোবায়ের রহমান ও রানী হিসেবে জয়া চাকমা নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশনার শাওন যোয়ার্দার এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে যোবায়ের রহমান ৪৫৭ ভোট পেয়ে রাজা নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নাহিদ-ই-রাকীব জয় পেয়েছেন ৩০৮ ভোট। এছাড়া জয়া চাকমা ৪৮৭ ভোট পেয়ে রানী নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী লাইলা ফেরদৌস অন্তি পেয়েছেন ২৭৬ ভোট।
ব্যাচটির র্যাগ উৎসব (শিক্ষা সমাপনী উৎসব) উপলক্ষে ভোট গ্রহণ আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। ব্যাচের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোট পড়ে ৭৬৮টি। এর মধ্যে ৮টি ভোট বাতিল হয়।
উৎসবটিতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে, দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৬/হিমেল/এনায়েত করিম