নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের আবদুস সালাম হলে বহিরাগতদের নিয়ে হামলা ভাংচুরের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে
আজ দুপরে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড এর এক জরুরি সভায় ফিসারিজ এন্ড মেরীন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী মাহমুদুল হাসানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটি আগামী ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে এবং অভিযুক্ত সাময়ীক বহিস্কৃত ৬ ছাত্রের বিরুদ্ধে মামলা করা হবে বলে সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যলয়ের রেজিষ্টার মমিনুল হক এই তথ্য নিশ্চিত করেন।
বহিষ্কৃতরা হলো, আব্দুল হামিদ বাপ্পি (ফার্মাসী, ৪র্থ ব্যাচ), নাসির আহম্মেদ রানা (ইংরেজী, ৮ম ব্যাচ), সাইফুল হক রুপু (খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান, ৮ম ব্যাচ), সাজ্জাদ শিহাব (ইংরেজী, ৮ম ব্যাচ), জাহিদুর রহমান নাইম (ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ১০ম ব্যাচ), নাসির হোসেন (অর্থনীতি, ১০ম ব্যাচ)।
প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরিয়ানি’র ভাগাভাগি নিয়ে ছাত্রলীগের আবদুল হামিদ রানা ও সাজ্জাদ প্রোমেল সমর্থকদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এঘটনায় শুক্রবার বিকেল থেকেই ক্যাম্পস উত্তপ্ত থাকে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করেও ওই দুইপক্ষের মধ্যে বেশ কিছুদিন উত্তেজনা বিরাজ করছে। তারই জের ধরে শনিবার দুপুরে মাস্টার্সের ছাত্র ও ছাত্রলীগ নেতা বাপ্পি’র সমর্থক আবদুল হামিদ রানার নেতৃত্বে ক্যাম্পাসে সাজ্জাদ প্রোমেল সমর্থকদের উপর হামলা চালায়। একপর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন কর্মী-সমর্থক আহত হয়।