‘আরবী ভাষা প্রসারে ত্বরা কর সকলে’ এই শ্লোগাণকে সামনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আরবী ভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১১টায় আনুষদ ভবনের সামনে বেলুন উড়ানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক আরবী ভাষা দিবসের কর্মসূচি শুরু হয়।
আরবী ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমানের নেতৃত্বে অনুষদ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন শ্লোগান ও বাদ্যযন্ত্রের তালে তালে আরবী ভাষায় গান ও প্রবাদ পরিবেশন করেন বিভাগের শিক্ষাথীরা। আরবী ভাষার বর্ণমালা সম্বলিত বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাকপ ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইউনুস আলী। আলোচনা সভায় বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, “আরবী ভাষা কোরআনের ভাষা। আরবী ভাষা শিক্ষার মাধ্যমে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করতে পারবে। ফলে বাংলাদেশের রেমিট্যান্স আয় বর্তমানে যা আছে, তার দশগুণ বৃদ্ধি পাবে।”
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব