ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ও আন্ত: হল ফুটবল প্রতিযোগীতা শুরু হয়েছে।
রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারি এ প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন।
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগ সুত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও আবাসিক হলের অংশ গ্রহনের মধ্য দিয়ে আন্ত: বিভাগ ও আন্তঃ: হল ফুটবল প্রতিযোগীতা শুরু হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদ্ষ্টো প্রফেসর ড. আনোয়ারুল হক, রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের পরিচালক মোহাম্মদ সোহেল।
উদ্বোধনী ম্যাচে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩-১ গোলে কম্পিউটার সাইন্স বিভাগ ফলিত পুষ্টি বিভাগকে পরাজিত করে।
দিনের দ্বিতীয় ম্যাচে আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও পরিসংখ্যান বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় ০-১ গোলে পরিসংখ্যান বিভাগ জয় লাভ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, “খেলাধুলা শিক্ষা জীবনের একটি বড় অংশ। খেলা ধুলায় মনোনিবেশের মধ্য দিয়ে একটি ছাত্র জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী, মাদকসেবন ও দুশ্চরিত্র থেকে দূরে থাকতে পারে।”