বর্তমান আর সাবেক শিক্ষার্থীদের পদচারণা ও মিলনমেলায় মঙ্গলবার মুখরিত ছিল গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস। একসঙ্গে নাচ, গান, আড্ডা আর নানা আয়োজনে মেতেছিলেন তারা। বিশ্ববিদ্যালয়টির ১৩ তম বর্ষপূর্তিতে ‘ডুয়েট ডে-২০১৬’ উপলক্ষে ছিল এসব উৎসবের আয়োজন। গোটা ক্যাম্পাসও সেজেছিল বর্ণিল সাজে।
সকালে পায়রা উড়িয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। এরপর প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে পুরাতন একাডেমিক ভবনের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।
২০০৩ সালের ১ সেপ্টেম্বর দেশের চারটি প্রযুক্তি ইন্সটিটিউটকে (বিআইটি) একযোগে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে সরকার। এগুলো হলো- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৬/ফারজানা