চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি মো. মামুনকে গ্রেফতার করা হয়েছে। তবে কি কারণে বা কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।
রবিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান হাটহাজারী থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি মামুনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, সেটি খতিয়ে দেখছি।’
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৬/মাহবুব