শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির দ্বিতীয় সমাবর্তন আজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বিকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়া শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী এম মফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. ইমামুল কবির শান্তসহ অন্যরা বক্তব্য দেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে তারা বেশিদিন চলতে পারবেন না। যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেননি, যারা নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী বলেন, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় এদেশে একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে। এই প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি, বিবিএ, এমবিএসহ অন্যান্য শিক্ষায় মানসম্পন্ন শিক্ষা দিয়ে যাচ্ছে।
ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ে ভালো মানের পড়ালেখা হয় না। দ্রুত তাদের সমস্যা নিরসণ করে মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের কোনোভাবেই ব্যবসার পণ্য করা উচিৎ নয়। তাদের সুশিক্ষা দিয়ে উদার মনের মানুষ তৈরি করতে হবে।
মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে শান্ত-মারিয়ম বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। আগামিতেও সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে।
সমাবর্তনে ৪ হাজার ৬৩৮ জন স্নাতক ও স্নাতকোত্তরকে সনদ প্রদান করা হয়। এরমধ্যে ৪ ক্যাটাগরিতে ৯টি সম্মানসূচক স্বর্ণপদক দেয়া হয়। সমাবর্তনের শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যতিক্রমধর্মী ‘ফ্যাশন শো’ অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৭/হিমেল