আই.সি.টি কাজে উৎকর্ষতা ও অবদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ পুরস্কারের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মনোনীত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বলেন, আই.সি.টি কাজে উৎকর্ষতা ও অবদানের স্বীকৃতি স্বরুপ আমাদের বিশ্ববিদ্যালয়কে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তিনি বলেন, আগামী ৬-৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অনলাইনে ভর্তি কার্যক্রম শাহজালাল বিশ্ববিদ্যালয়ই প্রথম শুরু করেছিল। আমরা অনেকদিন যাবত আই.সি.টি-তে শীর্ষের অবস্থান ধরে রেখেছি। আমাদের কাজের স্বীকৃতি স্বরুপ সরকার আমাদের মনোনীত করেছে এ পুরস্কারে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন