জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবিতে একের পর এক কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। জাবি সাংস্কৃতিক জোটের ব্যানারে গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর জাকসু’। বুধবারও একই দাবিতে মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ব্যানারে অমর একুশের পাদদেশ থেকে সকাল সাড়ে ১১টায় শুরু হয় মিছিল। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সেখান থেকেই অবিলম্বে জাকসুসহ সকল ছাত্র সংসদ নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।
নির্বাচনের ঘোষণা না দেয়া পর্যন্ত কর্মসূচি চলতেই থাকবে জানিয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে গণতন্ত্রের মাধ্যমে দক্ষ নেতৃত্ব বিকশিত হয়। সেই গণতন্ত্র আর নেতৃত্ব দিয়েই রাষ্ট্র চলে। কিন্তু বিগত ২৬ বছর ধরে জাবিতে সেই চর্চা বন্ধ। সামন্ত প্রক্রিয়ার মাধ্যমে চলছে বিশ্ববিদ্যালয়। প্রশাসন সামন্ত প্রভুর মত আমাদের উপর চাপিয়ে দিচ্ছে সকল নিয়ম। আমরাও মুখ বুঝে মেনে নিচ্ছি সবকিছু। শুধুমাত্র জাকসুই পারে এ অচলায়তন ভাঙ্গতে।”
সাধারণ সম্পাদক নজির আমিন চৌধুরী জয়ের সঞ্চালনায় সমাবেশে সংগঠনটির সহ-সভাপতি ওলিউর রহমান সানসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার