খেলা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বুধবার সন্ধ্যায় শাখার চার নেতাকে বহিষ্কার করে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির সূত্রে বিষয়টি জানা যায়।
বহিষ্কৃতরা হলেন, মাহমুদুল হাসান শাওন (যুগ্ম সাধারণ সম্পাদক), আহমেদ আল বুখারী (উপ-প্রচার সম্পাদক), আশরাফুল ইসলাম সৈকত (উপ-আইন বিষয়ক সম্পাদক) এবং মুনতাসির আহমেদ হৃদয় (উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক)।
এর আগে সংঘর্ষের ঘটনায় বুধবার বিকালে দোষীদের বিরুদ্ধে ছাত্রলীগের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের দাবিতে কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে এম কে শান্ত ভূঁইয়া নামের এক ছাত্রলীগ কর্মীকে মারধরের ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর শাখা ছাত্রলীগের আয়োজনে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাসসহ অন্তত দশজন আহত হয়।
শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস সবুজ জানান,শৃংখলা ভঙ্গের অভিযোগে তাদের চারজনকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বিডিপ্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান