ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাথে দক্ষিণ কোরিয়ার চন্বুক ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. নিলুফা আখতার বানু, অধ্যাপক ড. আনোয়ারুল হক, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামসহ বিভাগীয় শিক্ষকরা।
অধ্যাপক ড. আনোয়ারুল হক জানান, এই সমঝোতার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে চন্বুক ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল সায়েন্সেস বিভাগ এবং ইন্সটিটিউট ফর মেডিক্যাল সায়েন্স'র সমন্বিত গবেষণা হবে।
এছাড়া গবেষণা এবং শিক্ষা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়, প্রয়োজনীয় ল্যাব সুবিধা প্রদানসহ এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মুক্ত হলো।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৭/ফারজানা