রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩১ ডিসেম্বর ‘রাকসু আন্দোলন মঞ্চ’ এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অবিলম্বে রাকসু নির্বাচনের দাবিতে আগামী ৩১ ডিসেম্বর রবিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনকে সংহতি জানানোর জন্য আহ্বান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রাকসু নির্বাচনের দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে চার দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচী পালন করে মঞ্চের কর্মীরা। এরপর ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর গণস্বাক্ষরসহ অবিলম্বে রাকসু নির্বাচনের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে রাকসু আন্দোলন মঞ্চের কর্মী ও শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৭/মাহবুব