‘জীবনের সত্য এবং নন্দনতত্ত্ব এই নিয়ে আমাদের শিল্প সাহিত্য’ শ্লোগান ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তবাংলা’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। মহান বিজয় দিবস ও ‘মুক্তবাংলা’ সাহিত্য পত্রিকার পঞ্চদশ বর্ষপূর্তি উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যলয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে এ পত্রিকার মোড়ক উন্মোচন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ‘মুক্তবাংলা’ সাহিত্য পত্রিকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ইবি প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, ‘মুক্তবাংলা’ সাহিত্য পত্রিকার সম্পাদক জিল্লুর রহমান, সাবেক সম্পাদক ওবাইদুল্লাহ শাহেদ, সম্পাদনা সহযোগী আদনান শাকুর, নিশানসহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ‘মুক্তবাংলা’ সাহিত্য পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ রেজাউল করিম।
মোড়ক উন্মোচনকালে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘মুক্তবাংলা সাহিত্য পত্রিকাটি বর্তমান প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধে বার্তা পৌঁছে দেয়ার মাধ্যম হিসেবে কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে পত্রিকাটির সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।’
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৭/মাহবুব