সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন। শনিবার সকাল ৯টায় পঁচিশ জন রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এদিকে নির্বাচনে ভোট দিতে আসা ভোটারদের পদচারণায় পুরো ক্যাম্পাস পরিণত হয়েছে মিলনমেলায়। বিশেষ করে কলা ও মানবিকী অনুষদ এবং সমাজবিজ্ঞান অনুষদ ভবনের দুটি ভোটকেন্দ্রে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেষ মুহূর্তে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে।
নির্বাচনে ভোট দিতে এসেছেন ২১ তম আবর্তনের নৃবিজ্ঞান বিভাগের মাসুদ করিম। তিনি বলেন, "প্রকৃতির স্বর্গরাজ্য খ্যাত জাবিতে পড়াশোনা করে যত দূরেই থাকি না কেনো প্রিয় ক্যাম্পাসের জন্য সবমসময়ই টান অনুভব করি। সিনেট প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্যই গুরুত্বপূর্ণ একটি অংশ। সিনেটররাই নির্ধারণ করেন বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক দিক। প্রিয় ক্যাম্পাস যেন ভাল থাকে আর দিন দিন আরো উন্নত হয় সেজন্যই শত ব্যস্ততার মাঝেও ভোট দিতে এসেছি।"
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক জানান, কলা ও মানবিকী অনুষদে ৫৫টি বুথ ও সমাজবিজ্ঞান অনুষদে ৬৫টি বুথে ভোটগ্রহণ চলছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে চললেও ভোটাররা অভিযোগ করে বলেন, শুধুমাত্র ক্যাম্পাসেই ভোটকেন্দ্র হওয়ায় অনেকেই দূর-দূরান্ত থেকে আসতে পারবে না। এতে ভোট সংখ্যা কমে যেতে পারে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালের ২৯ এপ্রিল সর্বশেষ রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। যার মেয়াদ শেষ হয় ২০০১ সালে। ফলে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তাৎপর্যপূর্ণ এই নির্বাচন। নির্বাচনে ২৫টি আসনের বিপক্ষে ১১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৩৭৩ জন। নির্বাচনকে ঘিরে গ্রাজুয়েটদের মধ্যে আওয়ামী পন্থী ২টি ও বিএনপি পন্থী ১টি প্যানেল গঠিত হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ৪৪ জন।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/হিমেল