রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রাবি রিপোর্টার্স ইউনিটি। শনিবার সংগঠনটির নব গঠিত কমিটির সভাপতি শিহাবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী ইউনুস হৃদয়ের নেতৃতে সদস্যরা প্রশাসনের এই চার কর্তাব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন।
সংগঠনের সদস্যরা বেলা ১২টায় জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, সাড়ে ১২টায় ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, দুপুর ১টায় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান ও বিকেল ৩টায় উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘সংবাদ পরিবেশেনের সময় সত্যের সঙ্গে মিথ্যা মিশ্রণ করা যাবে না। পত্রিকার কাটতি বাড়ানোর জন্য সাংবাদিকতা না করে বিশ্ববিদ্যালয় তথা দেশের উন্নয়নে সাংবাদিকতা করতে হবে। এক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই। ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের কাজের এই ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।’
সাক্ষাতের সময় রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ফারুক খান, রাইসা জান্নাত, মাহফুজ মুন্না, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্তজা নুর, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, দফতর সম্পাদক আরাফাত রাহমান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াজিম পলাশ, ক্রীড়া সম্পাদক মমিনুর মমিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক খুর্শিদ রাজীব, সহ-সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ, সদস্য হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম