নতুন বছরের প্রথম দিনেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আাগমণে মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি। এক জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ১৩তম আবর্তনের স্নাতক (সম্মান) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে। যদিও জাতীয় সংসদ নির্বাচনের একদিন পরে হওয়ায় উপস্থিতি তেমন ছিল না বলে জানান শিক্ষার্থীরা। তবে আগামী সপ্তাহে উপস্থিতি বাড়বে বলে বলেছেন বিভাগগুলোর শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের থেকে ছয়টি অনুষদভুক্ত ১৯টি বিভাগে মোট ১০৪০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। তবে এখনও বিভাগগুলোতে আসন শূন্য থাকায় ভর্তি কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ইউনিট প্রধানগণ।
আবাসিক হলগুলোতে এখনও আসেনি সকল শিক্ষার্থীরা। তবে নবীন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতি তেমন না থাকলেও নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত ছিল ক্যাম্পাসের আড্ডা দেয়ার স্থানগুলো। তাছাড়া ক্যাম্পাসের আশেপাশের চায়ের দোকানগুলোতেও ছিল তাদের আনাগোনা। ছোট-বড় টিলা আর সবুজে মোড়ানো লাল মাটির ৫০ একরের ছোট এ ক্যাম্পাসটি প্রাকৃতিকভাবে যেন কোন অংশেই পিছিয়ে নেই। ঋতু বৈচিত্র্যের এ দেশের সবগুলো ঋতুই উপভোগ করার মত এ ক্যাম্পাসটি।
বিশ্ববিদ্যালয়টির বিভাগগুলো ব্যাতিতও ক্যাম্পাসের কাঁঠাল তলা, ভলিবল মাঠ, বাবুই চত্বর, কেন্দ্রীয় শহিদ মিনার, ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় খেলার মাঠ, ব্যাডমিন্টন মাঠ, সানসেট ভ্যালিসহ ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনের বুথগুলোতেও ছিল নবীন শিক্ষার্থীদের উপস্থিতি।
ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থী সুলতানা আক্তার বলেন,'স্বপ্ন ছিল মেডিকেলে পড়বো কিন্তু সেটা সম্ভব না হলেও ফার্মেসি বিভাগে ভর্তি হয়ে সে স্বপ্ন আজ অনেকটাই সার্থক হল। ক্যাম্পাসের পরিবেশ এতোটাই মনোরোম যা আমাকে মুগ্ধ করেছে।'
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নবীন শিক্ষার্থী ইমরান হোসেন বলেন,'আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে তেমন ধারণা ছিল না কিন্তু ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার। আজ আমার স্বপ্ন সার্থক। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এ পরিবেশের প্রেমে পড়ে গিয়েছি। উঁচু নিচু পাহাড় আর টিলার উপর ভবনগুলো সত্যিই আমাকে বিমোহিত করে।'
এদিকে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে নিজ নিজ বিভাগ থেকে। কিছু কিছু বিভাগে উপস্থিতি কম হওয়ায় আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করবে বলে জানান বিভাগের শিক্ষকবৃন্দ। তাছাড়া নবীন শিক্ষার্থীদের বড় পরিসরে বরণ করে নেওয়া হবেও বলে জানান শিক্ষকবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার