কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ দিনব্যাপী ‘পিঠা উৎসব-২০১৯’ সম্পন্ন হয়েছে। আজ ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রফেসর এমিরেটাস, স্কুল অব বিজনেস-এর ভার্চুয়াল ডিন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। পিঠা উৎসব উপলক্ষে সারাদেশের নানা অঞ্চলের পিঠার সমারোহ ঘটে এবং শিক্ষার্থী ও অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নজরুল ইসলাম, রেজিস্ট্রার ব্রি. জে. মো. আসাদুজ্জামান সুবহানী (অব.), স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর উইলিয়াম এইচ. ডেরেঞ্জার এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উৎসব পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/হিমেল