ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার নিয়ে প্রবেশের সুবিধার্থে ঢালু পথ নির্মাণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে মধুর ক্যান্টিনের প্রবেশপথে এই ঢালু পথ নির্মাণ করা হয়।
নিজ হাতে ইট, সিমেন্ট নিয়ে এদিন নির্মাণকাজের উদ্বোধন করেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য চিবল সাংমাসহ কয়েকজন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব