ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তরের গণরুম গিয়ে ছাত্রলীগকর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন ডাকসু ভিপি নুরুল হক। এসময় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এবং ‘সাধারণ ছাত্র পরিষদে’র অন্যান্য নেতাদের ধাক্কাধাক্কির করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে হলের গণরুমে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গেলে এ ঘটনা ঘটে।
এদিকে, এই ঘটনায় ওই হলের দুই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা হলো, পালি অ্যান্ড বুডিস্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিক হাসান মিয়া ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাজেদুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভিপি নুর বিজয় একাত্তর হলের ক্যান্টিনে দুপুরে খাবারের পর গণরুমে শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে ৩০০২(ক) যান। তিনি কক্ষটিতে প্রবেশ করতে গেলে ছাত্রলীগের কয়েকজন কর্মী এসে দরজা আটকে দেয়। পরে আরেকটি রুমে ঢুকলে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিপি নুরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে ধাক্কাধাক্কি করে নুরের হাত ধরে টানাটানি করে সাদিক নামের এক ছাত্রলীগকর্মী। এসময় সে গণরুমকে ছাত্রলীগের রুম বলে দাবি করে এবং কেন এসেছে প্রশ্ন করে উচ্চস্বরে কাউকে কাউকে গালিগালি করতে শোনা যায়।
এছাড়া ভিপির সঙ্গে থাকা ডাকসু সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, ফারুক হোসেনসহ অন্যরাও ধাক্কাধাক্কি এবং হেনস্তার শিকার হন।
ভিপি নুরুল হক বলেন, দুপুরে বিজয় একাত্তর হলে খাওয়ার পর আমরা কয়েকজন হলের গণরুমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যাই। এসময় ছাত্রলীগ পরিচয়ে কয়েকজন অশোভন আচরণ করেন। গালাগাল করে আমরা কেন সেখানে গেছি, তা জানতে চায়। এই ঘটনায় আরও কয়েকজনকে হেনস্তা করা হয়েছে। আমি উপ-উপাচার্য, প্রক্টর ও হল প্রাধ্যক্ষকে বিষয়টি জানিয়েছি।
এদিকে, সন্ধ্যায় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভুইঁয়ার কাছে অভিযোগ করেন ভিপি নুর। পরে তার অভিযোগের ভিত্তিতে দুই শিক্ষার্থীকে কেন শাস্তি দেয়া হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেন হল প্রাধ্যক্ষ।
বিডি প্রতিদিন/মাহবুব/আরাফাত