আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পর অ্যাকাডেমিক কার্যক্রমে ফেরার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র মাহমুদুর রহমান সায়েম বুধবার বুয়েট ক্যাম্পের শহীদ মিনার চত্বরে এক সংবাদ সম্মেলনে ক্লাসে ফেরার এ ঘোষণা দেন।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আবরার হত্যাকাণ্ডে জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ তিন দাবি পূরণ হওয়ায় আমরা একাডেমিক কার্যক্রমে ফেরার ঘোষণা দিচ্ছি।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর রাতে ফেসবুকে এক স্ট্যাটাসকে কেন্দ্র করে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী।
বিডি-প্রতিদিন/মাহবুব