দীর্ঘ এক মাসের বাধ্যতামূলক ছুটির পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) খুলে দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ এবং আগামী রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার বিকালে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।
প্রসঙ্গত, জাবিতে চলমান সাড়ে ১৪শ' কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্প থেকে শাখা ছাত্রলীগকে ঈদ সেলামির নামে কোটি টাকা প্রদানের অভিযোগ উঠে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে। গত ২৩ আগস্ট এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপাচার্যকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার অপসারণের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে উঠা সংগঠন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’। ৩ মাস লাগাতার আন্দোলনের পর ৪ নভেম্বর উপাচার্যের বাসভবন অবরোধ করে আন্দোলনকারীরা। সেখানে ৫ নভেম্বর অবরোধকারী শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা করে শাখা ছাত্রলীগ। হামলায় আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী এবং কয়েকজন সাংবাদিক আহত হয়। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে সেদিন বিকেলেই জরুরি সিন্ডিকেট সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেয় প্রশাসন।
বিডি প্রতিদিন/মাহবুব