জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে উত্তীর্ণ হয়ে ভর্তির সাক্ষাৎকার দিতে গিয়ে আটক হয়েছেন এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে সাক্ষাৎকার দিতে এসে আটক হন মারুফ রহমান।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের 'ডি' ইউনিটের ভর্তির সাক্ষাৎকার দিতে আসে মারুফ। ভর্তি পরীক্ষার এডমিট কার্ডে পরিদর্শকের স্বাক্ষর না থাকায় সন্দেহজনক এবং পরীক্ষার সময়ের হাতের লেখা ও সাক্ষাৎকারের হাতের লেখায় অমিল পায় সাক্ষাৎকার বোর্ডে দায়িত্বরত শিক্ষকরা। পরে তাকে আটক করে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেন। এরপর প্রক্টরিয়াল বডির কাছে প্রক্সির কথা স্বীকার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জড়িত থাকার অভিযোগ পেয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান জানান, আটক হওয়ার পরে সে অপরাধ স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাদের নাম উঠে আসছে ইতিমধ্যে তাদের সনাক্ত করার জন্য বিভাগীয় প্রধানকে অবগত করা হয়েছে। পুলিশের তদন্তে যাদের নাম উঠে আসবে এবং সত্যতা পাওয়া যাবে সবাইকে সনাক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও ব্যাবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত