মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাব। সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্বারক ভাস্কর্য মুক্তবাংলায় এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রেসক্লাব সদস্যরা। একই সঙ্গে বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে ইবিতে।
এসময় ইবি প্রেসক্লাবের সভাপতি সোহাগ ফেরদৌস, সাধারণ সম্পাদক শাহাদাত তিমির, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার মাসুম, দপ্তর সম্পাদক রাশেদ রহমান, কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক আহসান নাইম, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রুমি নোমান, ক্রিড়া বিষয়ক সম্পাদক আবু হুরাইরা, কার্যনির্বাহী সদস্য মুতাসিম বিল্লাহ পাপ্পু ও মাহবুব রায়হানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্বারক ভাস্কর্য মুক্তবাংলার সামনে গিয়ে শেষ হয়। প্রথমে উপাচার্য ও উপ-উপাচার্য মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
পরে একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, শিক্ষকদের প্রগতিশীল সংগঠন শাপলা ফোরাম, বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্রসংগঠন, বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি, বিশ্ববিদালয়ের বিভিন্ন বিভাগসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন সেখানে তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। পরে মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/শফিক