আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শাখা কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তার নাম আব্দুল হালিম। তিনি কলা অনুষদের ডিন অফিসের শাখা কর্মকর্তা।
ওয়ারেন্ট কপি সূত্রে জানা গেছে, চেক জালিয়াতির মামলায় গত ৫ ডিসেম্বর ঝিনাইদহ আমলী আদালতে ম্যাজিস্ট্রেট এনআই এক্ট এর ১৩৮ ধারা অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লক্ষ টাকার অর্থদণ্ড প্রদান করেন। তার মামলা নং এসসি-৪১১/১৮, মহেশপুর ২৭০/১৮। এর আগে গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ১১ টায় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে ঝিনাইদহ কারাগারে চালান করা হয়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘ফৌজদারী মামলায় অভিযুক্ত হয়ে সাজাপ্রাপ্ত হাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী তাকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে।’
বিডি প্রতিদিন/হিমেল