একের পর এক দুর্ঘটনার কবলে পড়ছে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ঝিনাহদহগামী বাস। এক সপ্তাহের ব্যবধানে ঝিনাইদহগামী দুটি বাস মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছে। ভাড়ায় চালিত এসব বাসে ফিটনেস না থাকায় দুর্ঘটনার কবলে পড়ছে বলে শিক্ষার্থীদের অভিযোগ।
মঙ্গলবার সকাল ৯টায় ক্যাম্পাস থেকে ঝিনাইদহগামী ‘টি এস মটরস’ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এসময় বাসে কোন যাত্রী না থাকায় তেমন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের হেল্পার গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
প্রতক্ষদর্শীরা জানান, বাসটি সকালে ক্যাম্পাস থেকে ঝিনাইদহের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। ক্যাম্পাসের পার্শবর্তী গাড়াগঞ্জ এলাকায় পৌঁছালে এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এসময় সড়কের পাশে এক গাছের সাথে ধাক্কা লেগে গাড়ির সামনের কাচ ভেঙে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
এর ঠিক এক সপ্তাহ আগে গত ১১ ডিসেম্বর ক্যাম্পাস থেকে ফেরার পথে ঝিনাইদহগামী বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ‘নবচিত্র’ নামে একটি বাসের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে। এতে অল্পের জন্য শিক্ষার্থীরা বেচে যায়। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘ফিটনেসবিহীন গাড়িগুলোতে বার বার দুর্ঘটনা ঘটলেও প্রশাসন এ ব্যাপারে কোন দৃষ্টিপাত করছে না।’
এ বিষয়ে পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘ভাড়ায় চালিত এসব বাসের ফিটসেন না থাকায় দুর্ঘটনার কবলে পড়ছে। এ ব্যাপারে বাস মালিকদেরকে বারবার জানানো হলেও তাদের কোন সাড়া পাওয়া যাচ্ছেনা।’
বিডি প্রতিদিন/হিমেল