ভারতের নাগরিকত্ব সংশোধনী ও জাতীয় নাগরিক নিবন্ধন আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের প্রতি ডাকসু ভিপির সংহতি সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে।
ডাকসু ভিপি নুরুল হক নুর তাদের সমাবেশে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ তুলে বুধবার দুপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের কয়েকজন নেতার নামসহ অজ্ঞাত ৩০-৩৫ জনের নামে শাহবাগ থানায় একটি মামলা করেন।
এর পরপরই মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন হামলার অভিযোগ এনে ডাকসু ভিপি নুরকে প্রধান আসামি করে অজ্ঞাত ২৫-৩০ জনের নামে মামলা দায়ের করেন।
জানা যায়, মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এক সমাবেশের ডাক দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। সমাবেশ শুরু হওয়ার আগেই সেখানে অবস্থা নেয় মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মুক্তিযুদ্ধ মঞ্চ একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন ভিপি নুরুল হক নুরের ওপর হামলা করে। উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে তাতে উভয়পক্ষেরই ১৮-২০ জন আহত হয়।
মামলা ব্যাপারে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ নামে বিজেপি ও আওয়ামী লীগের পেইড সংগঠন আমাদের যৌক্তিক আন্দোলনে হামলা করেছে। এতে আমাদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়। আমরা এর বিচারের দাবিতে শাহবাগ থানায় একটি মামলা করেছি।
মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, আমাদের পূর্বনির্ধারিত সমাবেশে ভিপি নুর হামলা চালিয়ে আমাদের কয়েকজন নেতাকর্মীকে আহত করেছে। আমরা এর বিচারের দাবিতে আইনের আশ্রয় নিয়েছি।
বিডি প্রতিদিন/হিমেল