আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় গুলোতে স্থিতিশীলতা বজায় থাকুক। এখানে পড়ালেখার সুন্দর পরিবেশে তৈরী হোক। সাথে সাথে বিশ্ববিদ্যালয়গুলো হয়ে উঠুক উচ্চ গবেষণার কেন্দ্র। আমাদের সরকার বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের জন্য সম্ভাব্য সব ধরণের সহায়তা দিতে প্রস্তুত আছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের এত এত অর্জনের পরেও পন্ডিত সমাজে বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন সৃষ্টি হচ্ছে। এর প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। যথাযথ পদক্ষেপ নিয়ে এ সমস্যা দূর করতে হবে।
মন্ত্রী বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ। আপনাদের মাধ্যমে দেশের মানুষ যথাযথ তথ্য পাচ্ছে। আমাদের এত এত অর্জনের পরেও পন্ডিত সমাজে বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন সৃষ্টি হচ্ছে। এর প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। যথাযথ পদক্ষেপ নিয়ে এ সমস্যা দূর করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, বিশ্ববিদ্যালয়কে মান নিয়ে অনেক প্রশ্ন আছে। আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কিভাবে বিশ্বমানে উন্নীত করা যায় সেদিকে বিশেষভাবে লক্ষ রাখা।
বিভাগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দীন আহমেদ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম।
দু'দিনব্যপী এ আয়োজনের প্রথম দিনে বেলুন উড়িয়ে ও র্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দ্বিতীয় দিনের অনুষ্ঠান মালায় রয়েছে ২০ ডিসেম্বর সকাল ১০টা নগরীর হোটেল রেডিসন ব্লুতে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ পর্ব। বেলা ১১ টায় আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বিনিময় পর্ব। মধ্যাহ্ন ভোজের পর দুপুর ৩ টায় ব্যন্ড দল আভাস’র পরিবেশনায় সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে শেষ হবে রজতজয়ন্তী উদযাপন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন