রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশ ও জাতির আশা-আকাঙ্খার কেন্দ্রস্থল। জ্ঞান চর্চার পাশাপাশি মূল্যবোধ লালন, নীতি-নৈতিকতা, দেশপ্রেম উৎসারিত করার শ্রেষ্ঠ ক্ষেত্র এটি। বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে যুক্তি ও সত্যের অনুসন্ধান, নতুন নতুন জ্ঞান সৃজন এবং মানবকল্যাণে তার ব্যবহার।
রবিবার দুপুরে রাষ্ট্রপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তনে এসব কথা বলেন। তিনি বলেন, প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে মানুষের সমস্যা নিরসনসহ দেশ ও জাতি নির্বিশেষ মানবজাতির ভবিষ্যৎ পথের নির্দেশনা প্রদান।
রাষ্ট্রপতি শিক্ষকদের উদ্দেশ করে বলেন, শিক্ষক-গবেষকদের জ্ঞান, দক্ষতা, প্রজ্ঞা ভবিষ্যৎ জাতি গঠনের নিয়ামত শক্তি। কিন্তু শিক্ষকরা যখন আদর্শ থেকে দূরে চলে যান, তখন শিক্ষার্থীদের মধ্যে তার নেতিবাচক প্রভাব পড়ে। তাই আদর্শের প্রতি অবিচল থেকে শিক্ষকরা জ্ঞান অর্জন ও বিতরণে নিবেদিত থাকবেন জাতি তা প্রত্যাশা করে।
এদিকে সমাবর্তন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের গোটা ক্যাম্পাস ছিল উৎসবমুখর। সমাবর্তনে আগত প্রাক্তন শিক্ষার্থীদের পদাচারণায় মুখরিত ক্যাম্পাস।
খুলনা অঞ্চলে জীববৈচিত্র্য সমৃদ্ধ ঐতিহ্যবাহি সুন্দরবন ও সামুদ্রিক সম্পদ সমৃদ্ধ বিশাল উপকূলের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জীববৈচিত্র্য ও উপকূলীয় মূল্যবান সম্পদ বিষয়ে মনোনিবেশের আহ্বান জানান।
এর আগে জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ‘কালজয়ী মুজিব’ শীর্ষক বঙ্গবন্ধুর সুবিশাল ম্যুরাল উদ্বোধন করেন রাষ্ট্রপতি।
সমার্বতন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ও ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ বক্তৃতা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম