রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আমরা বিদেশে গেলে রাস্তায় থুথু ফেলতে ভয় পাই। কিন্তু আমাদের দেশে যেখানে সেখানে পানির বোতল, বাদামের কাগজ ফেলে পরিবেশ নোংরা করি। এই অভ্যাস পাল্টাবে হবে। এ ব্যাপারে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে-মেয়েদের এগিয়ে আসা দরকার। যেখানে সেখানে ময়লা জিনিস ফেলার এই অভ্যাস পরিবর্তন করতে না পারলে সুন্দর বাংলাদেশ গড়তে পারবো না।
রবিবার দুপুরে রাষ্ট্রপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, একটা অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাত্র সমাজ যদি মনে করে আমরা পরিবর্তন আনবো। তারা তা’ আনতে পারে। যে ছাত্র সমাজ স্বাধীনতা সংগ্রামে এতো ভূমিকা নিয়েছে তারা অবশ্যই মানুষের সাধারণ এই অভ্যাস পরিবর্তন করতে পারবে। তিনি যেখানে সেখানে ময়লা জিনিস ফেলে দেওয়ার অভ্যাস পরিবর্তনে ছেলে-মেয়েদের ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ও ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম