ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের শিক্ষার্থীদের নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আবদুল মজিদ অন্তর বলেন, ভিপি নুর অন্যায়ের প্রতিবাদ করেছেন বলে তার ওপর বার বার হামলা করা হচ্ছে। কিন্তু এতে প্রশাসনও নীরব। যারা মুক্তিযুদ্ধ মঞ্চ নাম দিয়ে হামলা করে, তারা মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছে।
এসময় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাবি শাখার যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল আলম ও ছাত্র ফেডারেশন রাবি শাখার সভাপতি মোহাব্বত হোসেন।
প্রসঙ্গত, রবিবার দুপুর পৌনে ১ টার দিকে ‘ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন