ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলায় আহত ভিপি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
রবিবার রাতে হাসপাতালে নুরের শয্যাপাশে উপস্থিত কয়েক শিক্ষার্থী প্রথমে উপাচার্যকে হাসপাতালে নুরের বেডে যেতে দেননি। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী সেখানে গেলেও তাদের পদত্যাগের দাবি করেন এবং 'দালল ভিসি' ও 'দালাল প্রক্টর' বলে স্লোগান দেন।
এদিকে, হাসপাতালে ভিপি নুরের শয্যাপাশে দাঁড়ানো অবস্থায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে ভিপি নুরের সঙ্গে উপচার্যের কথা বলার সময় পাশ থেকে এক শিক্ষার্থী বলছেন, আপনারা শিক্ষকতার সম্মানকে ধূলিসাৎ করেছেন। আপনারা সরকার ও ছাত্রলীগের পক্ষে আর কত দালালি করবেন। দায়িত্ব না নিতে পারলে পদ ছেড়ে দিন।
হাসপাতাল ত্যাগ করার আগে উপাচার্য নুরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এ সময় তিনি বলেন, 'আমি জেনেছি– সুপরিকল্পিতভাবে বড় আকারের একটা ঘটনা ঘটানোর প্রয়াস ছিল। আমি কিছু ছবি দেখলাম, বহিরাগত– ওরা কারা? তোমাকে আটকে রেখে একটা লাশ চেয়েছিল বোধহয়। তুমি বোধহয় ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছ।’
জবাবে ভিপি নুর বলেন, স্যার, আমি ঢাকা মেডিকেলে আসছিলাম তো। আমার সংগঠনের কিছু ছেলে-পেলে ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের। আমাদের আজকের কর্মসূচিও ছিল স্যার।
এ সময় পাশ থেকে উপাচার্যের কাছে প্রক্টরের বিরুদ্ধে অভিযোগ করে এক শিক্ষার্থী অভিযোগ করেন। হামলার ঘটনা হামলার সময় প্রক্টর স্যারের কাছে বিচারের দাবি নিয়ে গেলে তিনি আমাদের বলেন, ‘তোমরা কেন আসছো। তোমাদের বহিষ্কার করে দেব।’
কিন্তু পাশ থেকে প্রক্টর দাবি করেন, 'আমি বলেছি তোমরা যেও না।' তখন পাশ থেকে শিক্ষার্থীরা দাবি করেন, ''আমরা না গেলে তো স্যার লাশ পেতেন।''
এরপর শিক্ষার্থীরা সমস্বরে বলে ওঠেন, ‘আমরা আপনাদের চাই না। যদি মনে হয়, আপনারা এর বিচার করতে পারবেন না, দায়িত্ব পালন করতে পারবেন না, তা হলে পদত্যাগ করুন।’
পরে ভিপি নুরকে দেখে হাসপাতাল ত্যাগ করার সময় উপাচার্য ও প্রক্টরকে ‘দালাল ভিসি’ ও ‘দালাল প্রক্টর' বলে স্লোগন দেন শিক্ষার্থীরা।
ভিডিও দেখতে ক্লিক করুন।
বিডি-প্রতিদিন/মাহবুব